নিজস্ব সংবাদদাতা কোচবিহার ১১ অক্টোবরঃ এ কেমন সমাজে বাস করছি আমরা। স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের শিকার হতে হলো এক নিষ্পাপ শিশুর। শুধুমাত্র সংসারের প্রতি পিতার ক্রোধ, ঘৃণা ও অসংযমের বলি হতে হলো অবুঝ নির্বোধ এক শিশুর।
মাত্র ছয় বছরের ছেলেকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন বাবা। ঘটনাটি কোচবিহার 2 নম্বর ব্লকের উত্তর কালজানি গ্রামের। অভিযোগ গতকাল বিকেলে ছেলে সঞ্জয় বর্মনকে শ্বাসরোধ করে খুন করে বাড়ির খাটের নিচে রেখে দেয় বাবা কার্তিক বর্মন। পরে রাতে আলিপুরদুয়ারে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে। আলিপুরদুয়ার থানার পুলিশ পরে তাকে পুন্ডিবাড়ি পুলিশের হাতে তুলে দিয়েছে। জানা গেছে বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। এই ঘটনার ফলে এই শিশুটিকে খুন করা হলো কি না তা খতিয়ে দেখছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।