• Home
  • খবর
  • লরির ধাক্কায় নিহত হলেন বিজেপির নেতা জগদীশ দে চৌধুরী
খবর পশ্চিম মেদিনীপুর

লরির ধাক্কায় নিহত হলেন বিজেপির নেতা জগদীশ দে চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৩ নভেম্বরঃ শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মার কাছে লরির ধাক্কায় মারা যান মেদিনীপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা জগদীশ দে চৌধুরী ।

জানা গিয়েছে, ধর্মার কাছে দ্রুত গতিতে আসা এক লরির সঙ্গে এক বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয় , সে সময় কাছেই দাঁড়িয়ে ছিলেন জগদীশবাবু । এরপর বাইকটি ছিটকে এসে লাগে জগদীশবাবুর গায়ে এবং পাশে রাখা নির্মাণসামগ্রীর ওপরে ছিটকে পড়েন জগদীশবাবু । মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ দেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য ।

পৌরসভা নির্বাচনের প্রাক্কালে এ ঘটনায় বিজেপির অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে মত বিজেপির জেলা সভাপতি সমীর দাসের । ঘটনায় রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া ।

Related posts

ফের গোষ্ঠীদ্বন্দ্ব আক্রান্ত দুই তৃণমূল যুবকর্মী

Topnewstoday

শিলিগুড়িতে উদ্ধার পর্যাপ্ত কাফ সিরাফ ও নেশার ট্যাবলেট আটক তিন

Topnewstoday

মাসিবাড়িতে এসে দুর্ঘটনায় মৃত্যু নয়বছরের এক বালকের

Topnewstoday

Leave a Comment