নিজস্ব সংবাদদাতা, মালদা, ৬ ডিসেম্বর;
প্রথম স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায়। স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। অভিযুক্তরা এখনো অধরা।
১১ বছর আগে রতুয়া থানার চাঁদমণি গ্রামের বাসিন্দা রেজাউল হকের সাথে বিয়ে হয় পুকুরিয়ার আয়েশা বিবির। ৭মাস আগে রেজাউল আরেকটি বিয়ে করে। প্রথম স্ত্রীকে ছেড়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পুরাতন মালদার মঙ্গলবাড়িতে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে রেজাউল। গতকাল ফোন করে প্রথম স্ত্রীর সাথে বিবাদ মেটাবে বলে মঙ্গল বাড়িতে ডেকে পাঠায় রেজাউল।
অভিযোগ সেই সময় একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা করে। ধারালো অস্ত্রের আঘাতে হাতের শিরা কেটে যায় স্ত্রীর। কোনোক্রমে পালিয়ে বাঁচেন তিনি। এরপর আয়েশা বিবির পরিবারের পক্ষ থেকে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গুরুতর জখম অবস্থায় আয়েশা বিবি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে দুই থানার পুলিশ।