নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৪ ফেব্রুয়ারি;
কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে CBI হানা। পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। ‘সত্যাগ্রহে’ নামলেন। পুলিশ কমিশনার রাজীব কুমারকে ‘বিশ্বের সেরা পুলিশ অফিসারদের অন্যতম’ বলে আখ্যায়িত করলেন। বসলেন ধর্ণায়। ধর্মতলার মেট্রো চ্যানেলে কাল রাত থেকে চলছে মুখ্যমন্ত্রীর ধর্ণা।
এদিকে অন্তর্বর্তী সিবিআই প্রধান নাগেশ্বর রাও জানান, রাজীব কুমার চিটফান্ডের একাধিক নথি ধ্বংস করে তদন্তে বাধা দিয়েছেন। এমনকি একাধিকবার তাকে নোটিশ পাঠালেও তিনি উপস্থিত হননি। তাই এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য রাজীবকুমারের বাড়িতে গিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকেরা। এবং এ বিষয়ে আইনি কাগজপত্র তাদের কাছে ছিল। অন্যদিকে রাজ্যের পক্ষে বলা হয়েছে আধিকারিকদের কাছে রাজীব কুমারের আরেস্ট ওয়ারেন্ট বা প্রয়োজনীয় কোন কাগজ ছিল না।
অন্যদিকে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া সিবিআই আধিকারিকদের সংগে অপরাধীর মতো ব্যবহার করেছে পুলিশ। এই হেনস্তার কথা সুপ্রিম কোর্টে জানাবে সিবিআই।
ধর্ণা মঞ্চের আজ সকালের ছবি