TOP NEWS TODAY সাগর থেকে পাহাড় সাইকেল অভিযান

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৮ মার্চ; শ্রমদপ্তর এর সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে ৩০ দিনের সাগর থেকে হিমালয় সফরে রওনা দিয়েছেন সোদপুরের মৃণাল কান্তি অধিকারী। বৃহস্পতিবার শিলিগুড়িতে এসে পৌঁছান তিনি। এখানে একদিন বিশ্রাম নিয়ে ফের রওনা দেবেন দার্জিলিং এর উদ্দেশ্যে এবং সেখান থেকে সান্দাকফু। গত ২৩ ফেব্রুয়ারি রওনা দিয়েছিলেন তিনি। সাগর থেকে পাহাড় সাইকেল নিয়ে তার এই অভিযানে উৎসাহ গিয়েছেন রাজ্য শ্রম ও কমিশনার জাবেদ আখতার ও মৃণালবাবু জানালেন মূলত পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সাগর এই অদ্ভুত সুন্দর প্রাকৃতিক বৈচিত্রের জন্য তিনি প্রথমে হেঁটে এই পথ পাড়ি দেবেন ভেবেছিলেন কিন্তু সময়ে কম থাকায় কর্মক্ষেত্রে ছুটি পাওয়ার সমস্যা থাকায় পরে সাইকেলে এই পথ পাড়ি দেওয়ার কথা ভাবেন তিনি। পরে বিষয়টি জানতে পেরে রাজ্য শ্রম কমিশনার তাকে প্রকল্পের প্রচারের অনুরোধে করেন।

See More

Latest Videos