TOP NEWS TODAY বজ্রপাত থেকে মৃত্যুর হার কমানোর জন্য আলিপুর হাওয়া অফিসের নতুন উদ্যোগ এল এল এন সেন্সার

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ৮ মার্চ; বজ্রপাত থেকে মৃত্যুর হার কমানোর জন্য আলিপুর হাওয়া অফিসের নতুন উদ্যোগ। মিনিস্ট্রি অফ আর্থ সাইন্স এর IITM পুনে থেকে সারা ভারতবর্ষে এল এল এন নামে একটি সেন্সার বসিয়েছে যার মাধ্যমে বজ্রপাতের স্থান জানা যাবে অনেকটা আগে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তিনটে সেন্সর বসানো হয়েছে, একটা আলিপুর একটা রামপুরহাট একটি দার্জিলিং। এছাড়া একটা মোবাইল অ্যাপ তৈরি করেছে যার নাম হচ্ছে দামিনী। যেটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, সাধারণ মানুষও এটার মাধ্যমে জানতে পারবে যে এরিয়ায় সেই ব্যক্তি রয়েছে সেখানে কি বিদ্যুৎ পড়বে ।এটা কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত কাজ করবে সেন্সর বসানোর স্থান থেকে। এমনকি বজ্রপাতের সময় কি করবে সাধারণ মানুষ সেই সম্বন্ধে এই অ্যাপস এর মধ্যে লেখা রয়েছে। সারা ভারতবর্ষে এর মধ্যে ৪৮ বসানো হয়েছে। পরবর্তীকালে অ্যাপস এর পরিমাণ আরো বাড়ানো হবে । আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা সেইরকম নেই ,বসন্তের ছোঁয়া কয়েক দিন পাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই ,ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আকাশ মেঘলা থাকবে এখন বৃষ্টি কোন সম্ভাবনা নেই। দিনের বেলায় ঠান্ডা অনুভূত হবে না গরম অনুভূত হবে, রাত এবং ভোর বেলার দিকে হালকা ঠান্ডা থাকবে। বঙ্গোপসাগরের উপর একটা অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যার ফলে প্রচুর জলীয় বাষ্প কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঢুকছে তার জন্যই এই মেঘলা ওয়েদার।

See More

Latest Videos